সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৩ মার্চ, ২০২৩

২০২২ সালের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। তবে গত বছর কাতারে সেই আক্ষেপ ঘুচে আলবিসেলেস্তাদের।

 

বিশ্বমঞ্চের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এরপর তিন মাস পেরিয়ে গেলেও মাঠে নামেনি মেসি-ডি মারিয়ারা। অবশেষে আজ মাঠে নামছে স্কালোনির শিষ্যরা।

 

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় বুয়েনস আইরেস স্তাদি মনুমেন্টালে পানামার মুখোমুখি হবে মেসির দল। এরই মধ্যে দেশে পৌঁছেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

 

আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করেছে মেসিরা। যেখানে তাদের বেশ সতেজ ও ফুরফুরে মেজাজে দেখা যায়। পিএসজিতে অফফর্মে ভোগা মেসি দেশের হয়ে নতুন মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়।

 

এদিকে সব ধরনের ফুটবলে এখন পর্যন্ত ৭৯৯ গোল করেছেন লিওনেল মেসি। আর এক গোল করলেই ৮০০ গোলের ক্লাবে প্রবেশ করবেন তিনি।

 

পানামার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি,  লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
 

একুশে সংবাদ/ডে বা/সম

খেলাধুলা বিভাগের আরো খবর