সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাফিসের রেকর্ড স্পর্শ করলেন লিটন

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২০ মার্চ, ২০২৩

বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুত ২ হাজার রান করার ক্ষেত্রে সাবেক ব্যাটার শাহরিয়ার নাফিসের রেকর্ড স্পর্শ করলেন লিটন দাস। নাফিসের মত ৬৫ ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেন লিটন।

 

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে ২ হাজার রান ক্লাবে প্রবেশ করেন লিটন।

 

২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেছিলেন নাফিস। এবার ৬৫ ইনিংসে ২ হাজার রান পূর্ণ করে নাফিসের পাশে বসলেন লিটন। বাংলাদেশের পক্ষে দ্রুত ২ হাজার রান করার ক্ষেত্রে এখন যৌথভাবে রেকর্ডের মালিক নাফিস ও লিটন।

 

বাংলাদেশের পক্ষে দ্রুত ২ হাজার রান করার ক্ষেত্রে নাফিস ও লিটনের পর আছেন সাকিব আল হাসান। ২০০৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৬৯ ইনিংসে ২ হাজার রান পূর্ন করেছিলেন সাকিব। সাকিবের পর আছেন তামিম ইকবাল। ৭০ ইনিংসে ২ হাজার রান করেন তামিম। 
একুশে সংবাদ/সম 

খেলাধুলা বিভাগের আরো খবর