সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টিকে থাকার মিশনে ভারত, অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ জয়

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২২ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২২

তিন টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে কাল  দ্বিতীয় ম্যাচে সফরকারী স্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারতীয় ক্রিকেট দল।  অপর দিকে  টানা দ্বিতীয় ম্যাচ জিতে  সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারী অস্ট্রেলিয়া। 

 

প্রথম টি-টোয়েন্টিতে ২শর বেশি রান করেও অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারতে হয় স্বাগতিকদের। ফলে সিরিজে টিকে থাকতে হলে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ছাড়া বিকল্প কোন পথ নেই টিম ইন্ডিয়ার। তাই সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত।

 

নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।  

এখন পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ১৩টি জয় ভারতের। ১০টিতে জিতেছে অস্ট্রেলিয়া। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।  

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজেবন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, উমেশ যাদব ও দীপক চাহার।

অস্ট্রেলিয়ার দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), টিম ডেভিড, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গেøন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, সিন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস, জস হ্যাজেলউড, জস ইংলিস, কেন রিচার্ডসন, ড্যানিয়েল শামস, এবং এডাম জাম্পা।টিকে থাকার মিশনে ভারত; অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ জয়

 

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর