সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তৃতীয় ওয়ানডেও ধুকছে বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১২ পিএম, ১০ আগস্ট, ২০২২

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও ধুকছে বাংলাদেশ। দলীয় ৪৭ রানে বিদায় নিয়েছে তামিম,শান্ত ও মুশফিক। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান। বিজয় ২৪ ও মাহমুদউল্লাহ শুন্য রানে ব্যাট করছেন।

টস হেরেছে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে তামিম ও বিজয়। ভালো শুরুর পর ব্যক্তিগত ১৯ রান করে রান আউট হয়ে ফেরেন তামিম। বাংলাদেশের দলীয় রান তখন ৮.৩ ওভারে ৪১। এরপর ব্যাটিংয়ে নেমে দলকে বিপদে ফেলে শুন্য রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের ৪০০তম ম্যাচ। ঐতিহাসিক মাইলফলক উদযাপনের উপলক্ষ নেই, বরং বিব্রতকর অবস্থা থেকে রক্ষা পাওয়ার লড়াই। সিরিজ হার হয়ে গেছে প্রথম দুই ম্যাচেই। 

এখন হোয়াইটওয়াশ এড়ানো নিয়ে টানাটানি। সিরিজের প্রথম দুই ম্যাচেই ৫ উইকেটে হেরেছে তামিমরা।  শেষ ম্যাচে বাংলাদেশ হারলে দীর্ঘ ২১ বছর পর জিম্বাবুয়ের সাথে হোয়াইটওয়াশ হবে তামিমরা।

খেলাধুলা বিভাগের আরো খবর