সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম টেস্ট নিষ্প্রাণ ড্র

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৯ মে, ২০২২

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। পাঁচ দিনের জমজমাট লড়াইয়ের পরও জিততে পারেনি কোন দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬০ রান তোলে শ্রীলঙ্কা।

এরপর দুই দলের ক্যাপ্টেন টেস্ট ম্যাচটিতে ড্র মেনে নেয়। এক কথায় বাংলাদেশ ও শ্রীঙ্কার মধ্যকার শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্ট ম্যাচটি নিম্প্রাণ ড্র হয়েছে।  শেষ দিনে রোমাঞ্চকর লড়াই দেখার আশার সলতেটা জ্বলে উঠেছিল বাংলাদেশ।

কিন্তু শেষ অবধি নিষ্প্রাণ ড্রয়েই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ তামিম-মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ তুলেছিল ৪৬৫ রান।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩মে মিরপুুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম টেস্ট ড্র।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম টেস্ট ড্র। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে যে জিতবে তাই সিরিজ নিশ্চিত করবে।

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর