সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাউথ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশ দল

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৩ মে, ২০২২
সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস

সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ১টি স্বর্নপদক ও ৫টি ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ টেবিল টেনিস দল আজ মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন।

দুপুরে ১৪ সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ফেডারেশনের কর্মগণ খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন।

গত মঙ্গলবার মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হৃদয়, রামহিম ও নাফিজের বাংলাদেশ জুনিয়র বালক দল শ্রীলংকাকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্বর্নপদক পদক জিতেন।

এর আগে লিগ পর্যায়ের খেলায় বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে। আসরে মোট ৬ টি দেশ অংশগ্রহণ করে।

খেলাধুলা বিভাগের আরো খবর