সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শপিং মলে ফুটবলারের উপর অ্যাসিড হামলা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:১২ পিএম, ৭ মে, ২০২৪

তিন দিনের ব্যবধানে আক্রান্ত একই দলের দুই ফুটবলার। মালয়েশিয়ার জাতীয় দলের এক ফুটবলারের উপর অ্যাসিড হামলা হয়েছে। শপিং মলে কেনাকাটার সময় তার উপর হামলা হয় বলে জানা গিয়েছে। শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। কয়েক দিন আগে তার এক সতীর্থকে মারধর করা হয়েছিল। 

মালয়েশিয়ার জাতীয় দলের ফুটবলার ফয়জল হালিমের উপর অ্যাসিড ছোঁড়া হয়। সে দেশের ফুটবল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি শপিং মলে এই হামলা হয়েছে। তাতে গলা, কাঁধ ও হাতের অনেকটা পুড়ে গিয়েছে। আপাতত ফয়জল হাসপাতালে ভর্তি।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান হুসেন ওমর খান জানিয়েছেন, ফয়জলের উপর হামলা চালানোর অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। কেন তিনি হামলা চালিয়েছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

তিন দিন আগে মালয়েশিয়ার জাতীয় দলের আর এক ফুটবলার আখিয়ার রশিদের উপর হামলা হয়েছিল। তার বাড়ির বাইরে কয়েকজন তাকে মারধর করে। রশিদের মাথা ও পায়ে আঘাত লাগে। তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে বলে খবর। এবার আর এক ফুটবলারের উপর অ্যাসিড হামলা হল।


একুশে সংবাদ/এস কে   

খেলাধুলা বিভাগের আরো খবর