সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসরের ঘোষণা পোলার্ডের

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২৭ এএম, ২১ এপ্রিল, ২০২২

ক্যারিবিয়ান ক্রিকেটার কাইরন পোলার্ড দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কিন্তু বুধবার হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, ক্যারিবীয়দের মেরুনরঙা জার্সিটায় আর দেখা মিলবে না তার। 

পোলার্ড একটি ভিডিওতে বলেছেন, ‘সতর্কভাবে বিবেচনা করার পরে আমি আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যখন ১০ বছর বয়সী কিশোর, তখন থেকেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চেয়েছিলাম, এটাই আমার স্বপ্ন ছিল। ১৫ বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পেরে আমি বেশ গর্বিত।’

তিনি আরও বলেন,‘আমার শৈশবের নায়ক, ব্রায়ান লারার নেতৃত্বে ২০০৭ সালে আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। সে স্মৃতি আমি এখনও খুব ভালোভাবেই মনে করতে পারি। সেই মেরুন রঙা জার্সিটা পরা, এমন কিংবদন্তিদের সঙ্গে খেলাটা একটা বিশেষ অধিকার যা আমি কখনই হালকাভাবে নিইনি, সেটা হোক ব্যাটিংয়ের ক্ষেত্রে, কিংবা বোলিং-ফিল্ডিংয়ের ক্ষেত্রে।’


১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ার তার। ২০০৭ সালে অভিষেকের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে এই দীর্ঘ সময়ে কখনো তাকে সাদা পোশাকে দেখা যায়নি তাকে। আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায়ও বলছেন টেস্ট ম্যাচ না খেলেই।

একুশে সংবাদ/এসএস
 

খেলাধুলা বিভাগের আরো খবর