সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তুমি কখনো ভয় পাওনি, অন্য কোনো পরিস্থিতিতে পিছিয়েও যাওনি: শিশির

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২০ অক্টোবর, ২০২১

সাকিব আল হাসান ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল খেলেই  বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন। আইপিএলের শেষ দুইটি ম্যাচে ব্যাট হাতে শূন্য রানে আউট হয়েছেন। বল হাতেও কোনো উইকেট পাননি তিনি কিন্তু বাংলাদেশ দলে যোগ দিয়েই যেন জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

যদিও প্রথম ম্যাচে ব্যাট হাতে দলকে জেতাতে পারেননি। যা নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে। তবে ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই জয় পেয়েছে বাংলাদেশ।

এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশ্যে কড়া জবাব দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তাছাড়া এর মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ পাঁচটি জয়ের ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ফেসবুক সেই পরিসংখ্যান শেয়ার করে সাকিবপত্নী বলেন, ‘এগুলো কেবলই তোমার মাইলফলক নয়, তোমার চেষ্টা ও দৃঢ় মানসিকতার ফল। তুমি কখনো ভয় পাওনি, অন্য কোনো পরিস্থিতিতে পিছিয়েও যাওনি। কাজগুলো কতটা কঠিন ছিল, সেটা কোনো ব্যাপার নয়। যদিও সবচেয়ে সমালোচিত মানুষটি তুমি। তোমার কাছে দেশ সবসময়ই প্রাধান্য পেয়েছে। তুমি তীরের মতোই সোজা।’

একুশে সংবাদ/বাবু

খেলাধুলা বিভাগের আরো খবর