সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কিশোর গ্যাং ও মাদককে সমূলে উৎপাটন করা হবে: র‍্যাবের নতুন মুখপাত্র

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪

কিশোর গ্যাং ও মাদককে সমূলে উৎপাটন করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের নিরাপত্তায় র‍্যাব বসে থাকবে না।

রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে দায়িত্ব নেয়ার প্রথম দিনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন আরাফাত।

আরাফাত বলেন, আমি স্টার হতে আসিনি, দেশ প্রেমে ব্রত হয়ে সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করতে চাই। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ হবে মাদক মুক্ত, সকল প্রকার অন্যায় ও হানাহানি মুক্ত। বাংলাদেশ গঠনে সাংবাদিকসহ সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

আরাফাত আরও বলেন, কুকি চিন নির্মূলে যৌথ বাহিনী সাথে কাজ করছে র‍্যাব। দ্রুত সময়ের মধ্যে সুখবর আসবে বলেও জানান র‍্যাবের এই নবনিযুক্ত পরিচালক। এছাড়াও উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে র‍্যাব তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পান কমান্ডার আরাফাত ইসলাম। তিনি ১২তম মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আর সদ্য নৌবাহিনীতে ফেরত পাঠানো কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
 

জাতীয় বিভাগের আরো খবর