সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দ্বিতীয় দিনে নেপাল-আফগানিস্তানকে হারিয়ে বিজয়ী বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২১

কাতারের রাজধানী দোহায় আয়োজিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনটি বাংলাদেশের জন্য শুভ ছিলনা। শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ ও নারীদের বিভাগে হেরেছিল বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় দিনেই দেশের খেলোয়াড়রা  টেবিল টেনিসে দেখিয়েছেন দাপট।

নারী ও পুরুষ দুই বিভাগেই জিতেছে বাংলাদেশ। নারীরা হারিয়েছে নেপালকে এবং পুরুষরা জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। নেপালের বিপক্ষে মেয়েদের বিভাগে এটাই বাংলাদেশের প্রথম জয়।

সাদিয়া রহমান মৌ দুই সেটে পিছিয়ে পরেও নেপালের সিক্কাকে হারিয়েছেন। সোনাম সুলতানা সোমা ৩-২ সেটে হারিয়েছেন নেপালের এলিনাকে। তিন নম্বর সেটে নওরিন সুলতানা মাহি ৩-১ সেটে হারিয়েছেন নেপালের ইভানাকে।

আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়েছে পুরুষ দল। প্রথম সেটে ৩-০’তে হেরে যান রামহিম। দ্বিতীয় সেটে ৩-১ ব্যবধানে জিতে খেলায় সমতা আনেন  হৃদয়। তৃতীয় সেটে প্রথম সিনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নেমেই সজীব ৩-১ ব্যবধানে আফগান প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে আনেন বাংলাদেশের পক্ষে। চতুর্থ সেটে হৃদয় হেরে যান। পঞ্চম তথা শেষ সেটে রামহিম দুর্দান্ত খেলে ৩-১’এ জিতেছেন।


একুশে সংবাদ/জা/তাশা

খেলাধুলা বিভাগের আরো খবর