সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইসিসি ওয়ার্ল্ড টেস্টে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৪ জুন, ২০২১

প্রথমবারের মতো আয়োজিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সাউদাম্পটনে বৃষ্টির কারণে ষষ্ঠ দিনে গড়ানো ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্লাক ক্যাপসরা। ভারতের ছুড়ে দেওয়া ১৩৯ রানের টার্গেট মাত্র ২ উইকেট হারিয়ে দিনের খেলা ৫ ওভারে মতো বাকি থাকতেই ছুঁয়ে ফেলেন কিউইরা।

আর সেটা সম্ভব হয় অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটিং দৃঢ়তায়। উইলিয়ামসন ৮৯ বলে ৮ চারে অপরাজিত ৫২ ও টেলর ১০০ বলে ৬ চারে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

টেস্টের প্রথম ও চতুর্থ দিন বৃষ্টির কারণে কোনো খেলাই হতে পারেনি। তাই ক্রিকেট বোদ্ধারা মনে করেছিলেন নিষ্প্রান ড্রয়ের মধ্য দিয়েই শেষ হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। কিন্তু তা হতে দেয়নি নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২৪৯ রান। ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৭০ রানে। দুই ইনিংসে ৭ উইকেট শিকার করায় ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন

খেলাধুলা বিভাগের আরো খবর