সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দলে পরিবর্তন,সাথে ১০পয়েন্ট; তামিমের ম্যাচ ভাবনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৪ জানুয়ারি, ২০২১
তামিম

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই অনেকটা ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। দলে আসছে কিছু পরিবর্তন। তাইবলে ম্যাচটা একদম হেলায়-ফেলায় নিচ্ছেনা বাংলাদেশ। কারন এই সিরিজ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ২০ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে জিতলে আরও ১০ পয়েন্ট পাবে বাংলাদেশ। সেজন্যই শেষ ম্যাচটিকেও খুব গুরুত্ব দিয়ে দেখছে তামিম ইকবালের দল। আগামীকাল সোমবার চট্টগ্রামে মাঠে নামার আগে আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা প্রত্যেকেই অনুশীলনে তাদের শতভাগ উজার করে দিয়েছেন।

এক ম্যাচ আগে সিরিজ জিতলেও বাংলাদেশের লক্ষ্য প্রতিপক্ষকে ধবলধোলাই করা। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তামিমের ভাবনা বেশ পরিষ্কার, ‘আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরও ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল , যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে।’

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় দুই ম্যাচে একটিতেও প্রত্যাশা মেটাতে পারেনি।  অনভিজ্ঞ দলের ভালো করার সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। এমন দলের বিপক্ষে মাঠে শতভাগ নিবেদন দেখানোর কাজটাও কঠিন। ড্রেসিংরুমে প্রেরণা পাওয়া যায় খুব সামান্য। তবে দলনেতা তামিম জানালেন, ড্রেসিংরুমের পরিবেশ এবং ভালো খেলার নিবেদন রয়েছে আগের মতোই। মনোযোগ হারাননি কেউ।

তামিম যোগ করেন, ‘আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের (সোমবার) ম্যাচ গুরুত্বপূর্ণ। সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।’

ওয়েস্ট ইন্ডিজকে এর আগে একবারই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেটা ২০০৯ সালে তাদের মাটিতে। এবার দেশের মাটিতে একই স্বাদ নেওয়ার অপেক্ষায় তামিমের দল।


একুশে সংবাদ/র/আ

খেলাধুলা বিভাগের আরো খবর