সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের শোক, শেষ শ্রদ্ধা গভর্নমেন্ট হাউসে

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৬ নভেম্বর, ২০২০

কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।এদিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মৃতদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে গভর্নমেন্ট হাউসে।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। তাকে বুয়েন্স আয়ার্সের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অস্ত্রোপচার করা হয়েছিল তার মস্তিস্কে। কিছুটা সুস্থ হলে বাড়ি ফেরেন তিনি। বাড়িতেই বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ম্যরাডোনার শেষকৃত্য নিয়ে দেশটির সরকার বলেন,  ম্যারাডোনার সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার পরিবার যেভাবে চায়, সেভাবেই সব হবে।

একুশে সংবাদ /স/এস

 

খেলাধুলা বিভাগের আরো খবর