সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সোমবার থেকেই খুলছে একাধিক স্কুল!

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ৩১ জানুয়ারি, ২০২১

করোনা মহামারির জেরে প্রায় ১০ মাসেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ ভারত-বাংলাদেশে। এদিকে আগামী মাসের শুরুতেই দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সেটা আবার পিছিয়েছে। তবে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে প্রতিবেশী দেশ ভারতে একাধিক রাজ্যে খুলতে চলেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণির স্কুল।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমতে থাকায় এই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। অবশ্য জানুয়ারি থেকে বেশ কয়েকটি রাজ্যে ঐচ্ছিক ভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল।

মহারাষ্ট্রে ও পুনে জেলায় যথাক্রমে ২৭ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্কুল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই জেলাতেই কঠোর ভাবে করোনভাইরাস সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। এদিকে পাঞ্জাবে শর্তসাপেক্ষ সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলি ফেব্রুয়ারির ১ তারিখ থেকে প্রাথমিক শ্রেণির ক্লাস শুরু করতে চলেছে। জানুয়ারি ৭ থেকেই এ রাজ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে।

এছাড়া, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গনাতে ১ ফেব্রুয়ারি থেকে স্কুল ও কলেজ খুলছে। ক্লাস ৯ থেকে ১২ এর ক্লাসও শুরু হবে ফেব্রুয়ারিতেই।

একুশেসংবাদ/অমৃ

ওপার বাংলা বিভাগের আরো খবর