সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সোহরাওয়ার্দী কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ৯ মে, ২০২৪

‍‍`বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস- ২০২৪‍‍` উদযাপন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ যুব রেড ক্রিসেন্ট দল। যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‍‍`বাঁচিয়ে রাখি মানবতা‍‍`।

৮ মে ২০২৪ খ্রি. (বুধবার), বেলা ১২ টার দিকে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ও আরসিওয়াই চিফ এডভাইজর অধ্যাপক মো. মোহসীন কবির, আরসিওয়াই টিচার ইনচার্জ সহযোগী অধ্যাপক ড. সামসুন নাহার, দলনেতা এবং যুব রেড ক্রিসেটের নতুন পুরাতন সকল যুব সদস্যবৃন্দ।

এরপর কলেজ প্রাঙ্গণে তাপদাহ (হিটওয়েব) এর উপর একটা মহড়া অনুষ্ঠিত হয় যেখানে তাপদাহে জনসাধারণের করনীয় সম্পর্কিত বার্তা প্রচার করা হয়। মহড়া শেষে টিচার ইনচার্জ ও দলনেতা যুব সদস্যদের সামনে বক্তব্য রাখেন।

এসময় টিচার ইনচার্জ জনাব ড. সামসুন নাহার বলেন, ‍‍`তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ,  প্রিন্সিপাল স্যারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আজকের পোগ্রাম খুব সুন্দর ছিলো। শুভকামনা সবার জন্য।‍‍`

দলনেতা আতিকুল ইসলাম মমিন বলেন, ‍‍`সবাইকে অসংখ্য ধন্যবাদ,  রেড ক্রিসেন্ট মানে ইমার্জেন্সি রেসপন্স, আর সেটাই কিন্তু আমরা করে আসছি। আপনাদের দক্ষতা প্রশংসা কোরাচ্ছে সর্বত্র। জেলা ইউনিট, সিটি ইউনিট কিংবা জাতীয় সদর দপ্তর সব জায়গাতেই আমরা জেলা ইউনিট এর সাথে সফলতার সাথে কাজ করে যাচ্ছি।‍‍`

উল্লেখ্য, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের ১৯১টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয় দিবসটি।

 

একুশে সংবাদ/বিএইচ

ক্যাম্পাস বিভাগের আরো খবর