সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিইসির ‘বিচার ও প্রশাসন’ বইয়ের প্রকাশনা উৎসব

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলা একাডেমির বইমেলার জন্য আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) প্রকাশিত হবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বই ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’। সন্ধ্যা সাড়ে ৬টায় পাঠক সমাবেশের কাঁটাবন শাখায় বইটির প্রকাশনা উৎসবে কাজী হাবিবুল আউয়াল উপস্থিত থাকবেন। এসময় বইটির বিষয়বস্তু নিয়ে সিইসি-সহ আমন্ত্রিত অতিথিরা আলোচনায় অংশ নেবেন। 

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’- বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। বইটিতে কাজী হাবিবুল আউয়াল তার দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের বিভিন্ন পর্যায়কে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। একই সঙ্গে বইটিতে তিনি রাষ্ট্রের বিচার ব্যবস্থা, প্রশাসন, রাজনীতি, সমাজ, নীতি, দুর্নীতিসহ নানা বিষয়ে নতুন প্রজন্মের পাঠকদের জন্য বস্তুনিষ্ঠ ধারণা তুলে ধরার চেষ্টা করেছেন। পাঠক সমাবেশ থেকে ৩৭৮ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৫ টাকা।

একুশে সংবাদ/এস কে 

সাহিত্য বিভাগের আরো খবর