সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বর্ষার পদাবলী

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৬ জুন, ২০২১

বর্ষার পদাবলী☔️

বৃষ্টির শব্দে রোমান্স খুঁজো যারা
তারা জানো কি,ঘর ভেসে যাবার কষ্ট?
ঘরের চালের ফুটোর নীচে পাতা বালতিতে
বর্ষা রাণীর পতনের শব্দ।
অন্ধকার আকাশে বিদ্যুতের ঝলকানি
ল্যাম্পপোষ্টের ভেজা তারে বসে থাকা
ভেজা কাক আর শালিকের বাক্ বিতন্ডা।
বিছানা ভিজছে,ভিজছে মানুষ,
ঠিক যেনো সব চুপসে যাওয়া ফানুস।
নোংরা গলির উপচে পরা ড্রেনের পানি,
বাজার বিহীন ঘরের চাল/ডালের সিম্ফনি।
মনে পরেনা মেঘলা দিনের তান
শিব ঠাকুরের গান।
মনে হয় না,এমন দিনে তারে কি বলা যায়?
এমনও ঘনঘোর বরিষায়?
ছাতার কথা,না কি বর্ষাতির
আদার চা না কি এলাচির?
বিলাস ভুলে,কাব্য ভুলে,রোমান্স ভুলে সামনে আসে যা
বেঁচে থাকার কঠিন লড়াই,নয় তো গান,নয় তো কবিতা।

একুশে সংবাদ/ তিথি

সাহিত্য বিভাগের আরো খবর