সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আবার কুয়েত সরকারের পদত্যাগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩

মন্ত্রিসভা গঠনের মাত্র তিন মাসের ব্যবধানে আবার দত্যাগ করেছে কুয়েত সরকার। মূলত আইনপ্রণেতাদের সাথে বিরোধের জেরে পদত্যাগ করেছে তারা।

 

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানায়, গত অক্টোবরে কুয়েতে মন্ত্রীসভা গঠন করা হয়।

 

তবে সম্প্রতি সময়ে ঋণ ত্রাণ বিল নিয়ে আইনপ্রণেতাদের সাথে মতবিরোধ হয় মন্ত্রীসভার সদস্যদের। এর জেরেই পদত্যাগ করেছে দেশটির সরকার।

 

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রী শেখ আহমেদ নওয়াফ আল-সাবাহ নিজের ও মন্ত্রীসভার পদত্যাগ পত্র ক্রাউন প্রিন্সের কাছে জমা দিয়েছেন। তবে ক্রাউন প্রিন্স পদত্যাগপত্র গ্রহণ করেছেন কি না, তা এখনো জানা যায়নি।

 

গত বছর নওয়াফকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন ক্রাউন প্রিন্স শেখ মেহশাল আল-সাবাহ।

 

সম্প্রতি সময়ে নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে আইনপ্রণেতাদের মধ্যে বিবাদ বেড়ে যায়। আইনপ্রণেতারা একটি ত্রাণ বিলের জন্য সরকারকে চাপ দিয়ে আসছিল। ওই বিল পাস হলে নাগরিকের ব্যক্তিগত ঋণ কিনতে পারতো কুয়েত সরকার। এনিয়ে দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল আইনপ্রণেতারা।

 

আল-জাজিরা বলছে, তেল উৎপাদনকারী ধনী দেশটি নিজেদের অর্থনীতি সাজিয়ে তোলার চেষ্টা করছে। তবে রাজনৈতিক অস্থিরতায় এমনটা হচ্ছে না। এমনকি তারা একটি ঋণ আইন বাস্তবায়নের চেষ্টায় রয়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে দেশটি।

 

একুশে সংবাদ.কম/ন.ট.প্র/জাহাঙ্গীর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর