সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ক্যাসটিলোকে সরিয়ে পেরুর নতুন প্রেসিডেন্ট দিনা বলুআর্তে

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৩ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২

লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইনপ্রণেতারা। তার কয়েক ঘণ্টা পর আইনসভার ভোটে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বলুআর্তে।

 

বুধবার বিকেলে বিরোধীদের নেতৃত্বাধীন কংগ্রেস কোনো রকম বিরোধীতা ছাড়াই ক্যাসটিলোকে সরিয়ে দেয়ার পক্ষে ভোট দেয়। এর একদিন আগে অবশ্য ক্যাসটিলো ঘোষণা দিয়েছিলেন যে আইনসভা সাময়িকভাবে বিলুপ্ত করা হবে এবং ডিক্রি জারির মাধ্যমে দেশটি শাসন করবেন তিনি।

 

এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) কাসিলো বলেছিলেন যে তিনি কংগ্রেসের পরিবর্তে একটি ‘অসাধারণ জরুরি সরকার’ নিয়ে আসছেন। কিন্তু আইনপ্রণেতারা তা উপেক্ষা করে তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন।

 

এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক পরপরই ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে কাসিলোকে আটক করে পুলিশ।

 

সম্প্রতি পেরুর বিচারবিভাগ ঢেলে সাজানোর ঘোষণা দেন কাসিলো। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি পেদ্রোর। উল্টো ‘সংবিধান পরিপন্থী অভ্যুত্থান চেষ্টায়’ ফেঁসে গেছেন তিনি। এ কারণে ক্ষমতা হারানোর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এদিকে রাজধানী লিমায় ক্যাসটিলোর পক্ষে ও বিপক্ষে জড়ো হওয়া হাজারো সমর্থকদের প্রতিবাদ ও উদযাপনকে নিবৃত্ত করতে পুলিশ প্রেসিডেন্সিয়াল ও কংগ্রেশনাল প্যালেসগুলোতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। এ সময় কংগ্রেস বিলুপ্ত করার পক্ষে জড়ো হওয়া শতশত ক্যাসটিলো সমর্থকদের বিরুদ্ধে দেয়াল হিসেবে কাজ করে সশস্ত্র পুলিশ।

 

অন্যদিকে রাজধানীর বিভিন্ন সড়কে ক্যাসটিলো বিরোধী সমর্থকদের নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়।

 

তবে রাত ১০টা থেকে সান্ধ্যআইন জারির ঘোষণা দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

 

একুশে সংবাদ.কম/এট/জাহাঙ্গীর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর