সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিসরে শুরু হয়েছে কপ২৭ জলবায়ু সম্মেলন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৫ পিএম, ৭ নভেম্বর, ২০২২

১৯০টির বেশি দেশের প্রতিনিধি নিয়ে রোববার সরের শারম-আল-শেখে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ২৭তম জলবায়ু সম্মেলন (কপ২৭)। খবর রয়টার্সের।

 

মিসরের পররাষ্ট্রমন্ত্রী ও কপ২৭ প্রেসিডেন্ট সামেহ শুকরি সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়া উন্নয়নশীল দেশগুলো ধনী দেশগুলোর কাছে যে ক্ষতিপূরণ চাইছে, বিষয়টি আলোচ্যসূচিতে রাখতে সম্মত হয়েছেন প্রতিনিধিরা।

 

এক দশকের বেশি সময় ধরে এ বিষয়ে আলোচনা করতে নারাজ ছিল ধনী দেশগুলো। সামেহ শুকরি বলেছেন, জলবায়ু তহবিল ব্যবস্থা করার জন্য আনুষ্ঠানিক আলোচনার স্থান তৈরি করা সম্ভব হয়েছে।

 

তবে এবারের সম্মেলনে লোকসান ও ক্ষতিপূরণের এ আলোচনা থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা মিলবে না। তবে ২০২৪ সালের দিকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোনো যাবে।

 

একুশে সংবাদ.কম/এট/জাহাঙ্গীর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর