সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খরায় শুকিয়ে গেছে নদী

কাদায় আটকে পড়লো শতাধিক জলহস্তী

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪

খরার কারণে শুকিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার বড় নদী থামলাকানে। আর নদীর কাদায় আটকে গেছে শতাধিক জলহস্তী। বিরূপ পরিবেশে মৃত্যুঝুঁকিতে পড়েছে প্রাণিগুলো। শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে এসব তথ্য জানান।
আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ খরা দেখা দিয়েছে। আবহাওয়ার এল নিনো ধরনের কারণে এই অঞ্চলের দেশগুলোর প্রকৃতি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও ফসল উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংকটের মধ্যে পড়েছে এই অঞ্চলের জীববৈচিত্রও।

এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর বতসোয়ানার বিস্তীর্ণ জলাভূমি নিয়ে গঠিত ওকাভাঙ্গো বদ্বীপের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে যাওয়া থামলাকানে নদী শুকিয়ে গেছে। ফলে জলহস্তীর পাল প্রাকৃতিক জলের খোঁজে পর্যটন শহর মাউনের কাছাকাছি যেতে বাধ্য হয়।

বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের (ডিডব্লিউএনপি) মুখপাত্র লেসেগো মোসেকি বলেছেন, বড় একটি নদী শুকিয়ে গেছে ও প্রাণীরা এর ফলে সংকটময় পরিস্থিতিতে পড়েছে।

একুশে সংবাদ/জা.নি./ এসএডি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর