সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নদীতে, মৃত ১৩

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৮ জুলাই, ২০২২

 

ভারতের মধ্যপ্রদেশে নর্মদা নদীতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবোঝাই বাস পড়ে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

 

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, আগরা-মুম্বই হাইওয়ে ধরে ইনদওর থেকে পুণে যাচ্ছিল মহারাষ্ট্র সরকারের একটি বাস। রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে জানা যায়, ৫০ থেকে ৬০ জন যাত্রী ওই বাসটিতে ছিলেন।

 

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

 

একুশে সংবাদ.কম/আ.ব.জা.হা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর