সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাজায় ইসরায়েলি আগ্রাসন যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে। রোববার (২৮ এপ্রিল) সৌদি আরবের এক সম্মেলনে এ কথা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গাজায় অবিরত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফাহ অঞ্চলে ইসরায়েলি এই হামলা একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন।

অপরদিকে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর ২৫৩ জন ইসরায়েলি জিম্মি করেছিল হামাস।

একুশে সংবাদ/বা.ট্রি./ এসএডি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর