সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মহানবীকে নিয়ে কটূক্তি করায় নূপুর শর্মার বিরুদ্ধে মামলা

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৯ পিএম, ৯ জুন, ২০২২

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নূপুর শর্মা মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। তার মন্তবের প্রায় দুই সপ্তাহ পর মামলা দায়ের করা হলো। 

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং আনন্দবাজার পত্রিকা এ বিষয়টি নিশ্চিত করেছে।

 

নূপুর শর্মা ছাড়াও বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহানের, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিমের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

 

বিজেপির ওই দুই নেতার মধ্যে একজন জাতীয় টেলিভিশনে এবং অপরজন টুইটারে মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেন। এরপরেই নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে উস্কে দেওয়া এবং এমন পরিস্থিতি তৈরি করা যা সমাজের শান্তি ও সম্প্রীতিকে ব্যাহত করে এমন অভিযোগে ওই দুই নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

একটি টিভি চ্যানেলে বিতর্কের সময় মহানবীকে নিয়ে কটূক্তি করেন নূপুর শর্মা। অপরদিকে নবীন জিন্দল এক টুইট বার্তায় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেছেন।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর