সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে কোরআনের ২৬টি আয়াত পরিবর্তন চেয়ে আদালতে রিট!

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৪ মার্চ, ২০২১

ভারতে শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াত পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিমকোর্টে বৃহস্পতিবার রিট করছেন। 

এ ঘটনায় দেশটির মজলিস-এ-উলেমা-এ-হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহালি তীব্র নিন্দা জানিয়েছেন।  শুক্রবার এক বিবৃতিতে তারা নিন্দা জানান।  খবর-টাইমস অব ইন্ডিয়ার।

উভয় শিয়া ও সুন্নি নেতা বিতর্কিত ওয়াসিম রিজভীর গ্রেফতার দাবি করেছেন।  

মাওলানা কালবে জাওয়াদ এক বিবৃতিতে রিজভীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।  তিনি বলেন, রিজভী মুসলিম বিরোধী এজেন্টের সদস্য।  তার ওয়াকফ বোর্ড নিয়েও সিবিআইয়ের তদন্তের দাবি জানান। এতে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। 

ভারত সরকারকে সতর্ক করে তিনি বলেন, যদি সরকার তাকে গ্রেফতার না করে, তাহলে এটা পরিস্কার যে সরকার দাঙ্গা চায়। রিজভী শিয়া না মুসলিম।  

শুক্রবারের জুমা নামাজের পর আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী বলেন, বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ের দিকে তাকিয়ে কোর্টের উচিত রিজভীর এই আবেদন বাতিল করা।  তিনি বলেন, আল্লাহ এই পবিত্র গ্রন্থের হেফাজতকারী। 

এদিকে এ শিয়া নেতার রিট নিয়ে বাংলাদেশে নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।  

একুশেসংবাদ/অমৃ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর