সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে আজ থেকে ভ্যাকসিন দেয়া শুরু 

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১০ এএম, ১৬ জানুয়ারি, ২০২১

ভারতে আজ থেকে শুরু হবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া। সকাল ৯টা থেকে তিন হাজার ৬টি কেন্দ্রে শুরু হবে এ ভ্যাকসিন দেয়া।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশটির স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, সারা রাজ্যে মোট ২১২টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। আর এই ভ্যাকসিন প্রদান ধারাবাহিকভাবে চলতে থাকবে। শনিবারের আগেই কলকাতার কিছু সরকারি হাসপাতাল ও বেসরকারি কিছু অফিসে পৌঁছে যায় ভ্যাকসিন।

সূত্র: এনডিটিভি 


একুশে সংবাদ/ আ.র/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর