সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর নতুন রেকর্ড 

করোনার থাবায় লণ্ডভণ্ড ইতালি

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৩ এএম, ৪ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসের দ্বিতীয় থাবায় লণ্ডভণ্ড ইতালি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৯৩ জন । নতুন করে বিধি নিষেধের পর মৃত্যুতে রেকর্ড ছুঁয়েছে দেশটি।

দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৬৪ হাজার ৮২৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৩৮ জনে ঠেকেছে। এর মধ্যে অর্ধেক রোগী সুস্থতা লাভ করেছেন। 

ইতালির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য উঠে আসেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় করোনা ভয়াবহ রূপ নিয়েছে ইতালিতে।  গত ৬ নভেম্বর জারি করা লকডাউন আবারও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে সরকার। 

ক্রিসমাস ও নববর্ষের মধ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বৃহস্পতিবার নতুন বিধি নিধেষ আরোপ করা হয়। মধ্যরাতে আগের মতোই চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

ইতালির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে বলেছেন, ‘নতুন বিধি নিষেধ আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় কেবলমাত্র ২০ অঞ্চলে চিকিৎসা ও জরুরি সেবা চালু থাকবে।’

একুশে সংবাদ /এ/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর