সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বরিশালে চলতি মাসে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪৬

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২

বরিশালে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু। চলতি মাসে চার জন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ৪৬ জন।

 

তবে, আক্রান্তদের বেশিরভাগই রাজধানী থেকে অসুস্থ হয়ে বরিশাল এসেছেন বলে দাবি স্বাস্থ্য বিভাগের। এদিকে এডিস মশা নিধনে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বরগুনার পাথরঘাটা এলাকার দিনমজুর জয়দেব দাস। সাতদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে বরগুনা পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

 

পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। শুধু জয়দেব ছাড়াও, ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসে মারা গেছেন ৪ জন।

 

আক্রান্তদের রক্তে প্লাটিলেটের শূন্যতা পূরণে ব্যবহৃত সেল সেপারেটর মেশিনও নেই এ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রোগীদের পাঠানো হয় রাজধানীতে।

 

বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বেশিরভাগই ডেঙ্গু রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশাল এসেছেন।

 

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে বরিশাল বিভাগে তিনশ ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

 

একুশে সংবাদ/এসএপি

স্বাস্থ্য বিভাগের আরো খবর