সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৮শ, শনাক্ত প্রায় ৭ লাখ

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৪ এএম, ১০ আগস্ট, ২০২২

 

করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৭ জন আর নতুন করে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন।

 

বুধবার (১০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ১১ লাখ ৬৭২ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৪১ হাজার ২৮২ জন।

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয় ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন আর মারা যায় ১৬২ জন। অন্যদিকে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মারা গেছেন ৩৫৯ জন আর আক্রান্ত হয় ৩০ হাজার ২২০ জন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

 

একুশে সংবাদ.কম/জা.হা

 

স্বাস্থ্য বিভাগের আরো খবর