সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৩৭ এএম, ৫ জুলাই, ২০২২

 

করোনা মহামারিতে বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু। বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও  ৩ লাখ ২৯ হাজার ৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছেন  ৮০৪ জনের।

 

মঙ্গলবার (৪ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে গতকাল সোমবার ৫৬৩ জনের মৃত্যু এবং ৩ লাখ ৩৪ হাজার ২৪৮ জন আক্রান্ত হয়েছিলেন।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৬০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৩১৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৯৪৩ জন।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ১০২ জন।

 

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ৯৭ জন।

 

একুশে সংবাদ.কম/ন.ফ.জা.হা

স্বাস্থ্য বিভাগের আরো খবর