সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯ ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি 

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৪ অক্টোবর, ২০২১

গত ২৪ ঘণ্টায় নতুন ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১৫৪ জন ও বাইরে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন ১৭৯ রোগী নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।

এর মধ্যে রাজধানীর ভেতরে ৬৮০ জন এবং বাইরে ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগীদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৯৬ জন ভর্তি হয়েছেন।

একুশে সংবাদ/বাবু

স্বাস্থ্য বিভাগের আরো খবর