সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তাপমাত্রা বাড়বে সাথে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৩ এপ্রিল, ২০২২
ছবি: একুশে সংবাদ

রাজধানীতে কালবৈশাখী ঝড়সহ থেমে থেমে কয়েকদিন বৃষ্টি হলেও তাপমাত্রার কোন পরির্বন তেমন একটা লক্ষ করা যায়নি। তবে আবহাওয়াবিদের মতে যে পরিমানে বৃষ্টি হওয়ার কথা ছিল সে পরিমানে এখনো শুরু হয়নি। তবে এ মাস থেকে বৃষ্টির পরিমান বড়বে জানাযায়।

শনিবার (২৩ এপ্রিল) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন আজ বিকেলে ঝড়-বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কাল থেকে এক সপ্তাহ দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কাল থেকে সারাদেশে বৃষ্টি কমে যাবে। তবে আজ বিকেলে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। সাধারণত এখন মেঘটা তৈরি হয় বিকেলের পরে।’ 

এখন পর্যন্ত আমাদের পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হবে। তবে অন্যান্য বিভাগেও হালকা-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’ 

এখন শুধু বৃষ্টি না, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বেড়ে যাবে। আগামীকাল থেকে ২৯/৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকবে। মাসের শেষের দিকে আবারও ঝড়-বৃষ্টি শুরু হবে।        


একুশে সংবাদ/ঢাপো/এইচ আই

পরিবেশ বিভাগের আরো খবর