সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩ নভেম্বর, ২০২০

চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সৃষ্টি হতে পারে কয়েকটি নিম্নচাপও। পাশাপাশি স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এক মাস মেয়াদি পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর (বিএমডি)।

সোমবার প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হয়েছে। ১ ও ২০ অক্টোবর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে তা ঘনীভূত হয়ে দুটি নিুচাপও হয়েছে। এ মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. একেএম সাইফুল ইসলাম জানান, নভেম্বর মাসে এমনিতেই ঘূর্ণিঝড় হয়ে থাকে। এর আগে ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি কিংবা ২০০৭ সালের সিডরও এ মাসে হয়েছিল।

একুশে সংবাদ/এআরএম

পরিবেশ বিভাগের আরো খবর