সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন রিজার্ভ

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪২ এএম, ১৪ জুন, ২০২২

দেশের মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। গতকাল সোমবার রিজার্ভ থেকে ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। ফলে দেড় বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

 

বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। ২০২০ সালের নভেম্বরে বৈদেশিক মুদ্রার রিজর্ভ ছিল ৪১ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

 

অন্যদিকে ব্যাংকগুলোর হাতে ডলারের দাম ছেড়ে দেওয়ার পর থেকেই বেড়েই চলেছে ডলারের দাম, বিপরীতে মান কমছে টাকার। এবার ডলারের বিপরীতে টাকার দাম আরও ৫০ পয়সা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দামে প্রতি ডলারের বিনিময়মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ৯২ টাকা।

 

বাজারের চাহিদা মেটাতে সোমবার (১৩ জুন) ১০ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে রিজার্ভ কিছুটা কমে এসেছে। তবে রপ্তানি আয় ও রেমিট্যান্সপ্রবাহ বাড়লে রিজার্ভ আবারও বাড়বে।

 

একুশে সংবাদকম/স.ট.জা.হা

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর