সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমন

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩২ পিএম, ২২ মার্চ, ২০২৩

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমন। সকালের আলো ফুটতেই ধীরে ধীরে কমলগঞ্জ প্রেসক্লাব চত্তর সরগরম হতে থাকে সাংবাদিকদের পদচারণায়।

 

বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের সামন থেকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে প্রেসক্লাবের লেগোযুক্ত টি শার্ট গায়ে লাগিয়ে প্রেসক্লাব পরিবারের সদস্যরা সকল সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে বনভোজনে উদ্দেশ্য রওয়ানা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল পৌনে ১২ টার দিকে মোটরবাইক শোভাযাত্রাটি গিয়ে পৌঁছে মাধবপুর লেকে। সেখানে সকল সাংবাদিকরা দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। দিনব্যাপী একে একে কমলগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সাংবাদিকরা মধ্যাহ্ণ ভোজে মিলিত হন লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন শান্ত স্নিগ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা হীড বাংলাদেশের গেষ্ট হাউসে, এখানে এসে খেলাধূলা ও বিনোদনে অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ। দুপুরের খাবার শেষে শুরু হয় আলোচনা সভা। প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন- প্রেসক্লাব নির্মান কমিটির আহবায়ক, সাংবাদিক বান্ধব পৌর মেয়র, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী, আলীনগর ইউপি চেয়ারম্যান মো: নিয়াজ মোর্শেদ রাজু, আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের হাতে একে একে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে দিনব্যাপী এ আনন্দ অনুষ্টানের ভ্রমণ সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/এসএপি

সারাবাংলা বিভাগের আরো খবর