সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজকের কৌতুক

আইনস্টাইন দাঁড়িপাল্লা দিয়ে আলোর বেগ মেপেছিলেন

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ৫ মে, ২০২৪

স্কুলে সায়েন্স ক্লাসে আলোর গতির ওপর ক্লাস নিচ্ছেন শিক্ষক

শিক্ষক : এই বল্টু- বলতো, আইনস্টাইন কীভাবে আলোর বেগ পরিমাপ করেছিলেন?

বল্টু : স্যার, এত সোজা হিসাব। আলো যেহেতু অনেক বড় জিনিস। তাই আইনস্টাইন প্রথমে একটা ১০০০ গজের ফিতা নিয়েছিলেন মাপের জন্য।

শিক্ষক : গর্দভ কোথাকার- ফিতা দিয়ে আলো মাপা যায়? ওই গুল্টু, তুই বলতো?

গুল্টু : স্যার বল্টু তো আসলেই গর্দভ। আরে- আলো কি জামা-কাপড় যে ফিতা দিয়ে মাপা যাবে। আলো হলো আলুর মতো ভারী। তাছাড়া তখন তো গজফিতা আবিষ্কারই হয়নি। তখন মাপামাপির কাজে দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল না। আইনস্টাইন দাঁড়িপাল্লা দিয়েই আলোর বেগ মেপে ছিলেন।

শিক্ষক : আহা! তোদের কী প্রতিভা! তোরা তো আইনস্টাইনকেও ছাড়িয়ে গেছিস।

একুশে সংবাদ/ এসএডি

*

ফিচার বিভাগের আরো খবর