সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ময়লা পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্য

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২১ জানুয়ারি, ২০২৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পানি নিষ্কাশনের গর্তের ময়লা পানিতে ডুবে সালমান সাদিক নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (২১ জানুয়ারী) দুপুরের দিকে পাটগ্রাম ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সালমান সাদিক উপজেলার সোহাগপুর এলাকার একরামুল হকের শিশু সন্তান।

 

নিহতের পরিবার জানায়, দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাসার পিছনে থাকা পানি নিষ্কাশনের জন্য গর্তের পাশে যায় শিশু সালমান সাদিক। সেখানে খেলার এক ফাঁকে শিশু সালমান সাদিক গর্তের ওই ময়লা পানিতে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুজি করে সালমান সাদিক না পেয়ে ঘরের পিছনে সেই গর্তের ময়লা পানিতে তাকে ভাসতে দেখেন এলাকায়বাসী। পরে তারা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসার বাইরে গর্তে পরে বাচ্চাটির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ব্যাপারে ওই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।

 

একুশে সংবাদ.কম/জা.বা.প্র/জাহাঙ্গীর   

সারাবাংলা বিভাগের আরো খবর