সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কুড়িগ্রামের ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা 

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৫ জুলাই, ২০২২
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাজার অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের জন্য ফুলবাড়ী বাজারের ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আমদানিকৃত পণ্যের গায়ে আমদানিকারক, মূল্য প্রভৃতি না থাকায় মুক্তা কনফেকশনারীকে ২ হাজার টাকা, আফরান ডেইলি শপিংকে ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক মজুদ ও বিক্রয়ের অপরাধে আদর্শ কৃষি ঘরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আরেফিন ও ফুলবাড়ী থানা পুলিশ। 

এসময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে এই বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। 

 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই

সারাবাংলা বিভাগের আরো খবর