সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

একুশে সংবাদ প্রকাশিত: ১১:০৫ এএম, ২৩ জুলাই, ২০২১

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে লকডাউনের তৃতীয় ধাপে (২৩ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত) কঠোর অবস্থানে থাকবে জেলা ও উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্যকারীদের জেল-জরিমানা হতে পারে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

আজ শুক্রবার (২৩ জুলাই) জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এই সংক্রান্তে প্রচার চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, কঠোর লকডাউন চলাকালীন বিধিনিষেধ মানতে সবাইকে বাধ্য করা হবে। 

প্রতাপ চন্দ্র আরও বলেন, অতি জরুরি প্রয়োজন ছাড়া (নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, ওষুধ ও চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার) বাড়ির বাইরে কেউ যেতে পারবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আদেশ অমান্যকারীদের জেল হাজতে পাঠানো হবে। 

 

একুশে সংবাদ/মফিজুল/প

সারাবাংলা বিভাগের আরো খবর