সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্টের সিদ্ধান্ত

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ৫ মে, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির সময় ডোপ টেস্ট সার্টিফিকেট নেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে মাদক গ্রহণের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির সুযোগ হারাবেন।

রোববার (৫ মে) ভর্তি সংক্রান্ত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লা।

তিনি জানান, ডোপ টেস্টে ফলাফল পজিটিভ আসলে ভর্তি বাতিল করা হবে। ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে বেশ কিছু দিন ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল।

 

একুশে সংবাদ/বিএইচ

ক্যাম্পাস বিভাগের আরো খবর