সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনার বিস্তার ঠেকাতে পশুহাট বন্ধের ঘোষনাঃ 

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৭ জুন, ২০২১

করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম পশুহাট চুয়াডাঙ্গার শিয়ালমারি পশুহাটে ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জীবননগর উপজেলা প্রশাসন।সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পশু ক্রয়-বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা ও ব্যাবসায়ীরা উপস্থিত হয় শিয়ালমারি পশুহাটে। মূলত ভারতীয় ভেরিয়েন্ট পশুহাটের মাধ্যমে এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করা হয়েছে সাপ্তাহিক এই পশুহাটটি। সম্প্রতি দেশের সীমান্তবর্তী এলাকায় বেড়েছে করোনা ভাইরাসের প্রকোপ।দর্শনা চেকপোস্ট হতে ভারত থেকে ফেরত আসা মানুষের থেকে দামুড়হুদা উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনা ভাইরাসের বিস্তার রোধে দামুড়হুদা উপজেলা কে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।দামুড়হুদা উপজেলার পাশাপাশি সীমান্তবর্তী উপজেলা জীবননগরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা।জীবননগরে করোনার বিস্তার ঠেকাতে উপজেলার উথলী ইউনিয়নে অবস্থিত শিয়ালমারি পশুহাটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাটের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জীবননগর উপজেলা প্রশাসন। 

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন বলেন,শিয়ালমারি পশুহাট একটি জনাকীর্ণ স্থান,দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে এখানে।বর্তমান এই পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে হাট পরিচালনা করা সম্ভব না। সম্প্রতি দেশের সীমান্তবর্তী এলাকায় বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। জীবননগর একটি সীমান্তবর্তী উপজেলা এখানে গত কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।শিয়ালমারি পশুহাটের মাধ্যমে এলাকায় করোনা মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাটিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের জন্য হাট ইজারাদার ও ব্যাবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

 

 

 

একুশে সংবাদ/নিলয়
 

সারাবাংলা বিভাগের আরো খবর