সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গাইবান্ধায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২০ জানুয়ারি, ২০২১

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের উদ্যোগে ১শ’ টি কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (২০ জানুয়ারী) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এতিম শিশু, প্রতিবন্ধী ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াশিকার মো. ইকবাল মাজু, সাবেক কমান্ডার আলী আকবর মিঞা, সাপ্তাহিক গণ প্রহরী সম্পাদক ফাতেমা মজিদ ও বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

একুশে ষংবাদ/খা.ম/এস

সারাবাংলা বিভাগের আরো খবর