সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কাউন্সিল ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি, নিহত ১

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৭ জানুয়ারি, ২০২১

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিল প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে ১ জন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছে আরও ৪ জন। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল।

আজ বুধবার সকালে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।

জানা গেছে নিহত আলাউদ্দিন কুমিল্লার সুলতান মিয়ার ছেলে।  

জানা যায়, সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পর পাহাড়তলী ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. আলাউদ্দিন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বশির আহমদ জানান, ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটলেও সেখানে সুষ্ঠু ভোটগ্রহণ চলছে।

একুশে সংবাদ/ য /এস

চট্রগ্রাম প্রতিদিন বিভাগের আরো খবর