সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১০০৩ জন করোনা রোগী শনাক্ত

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৪ জুলাই, ২০২১

বুধবার (১৪ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এবং জেলায় নতুন করে একদিনে রেকর্ড ১০০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

 গত ২৪ ঘণ্টায় নতুন ১০ জনসহ জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। অন্যদিকে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৭৮৭ জনে।

আজ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৫২ ও উপজেলার ৩৫১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬১ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের পাওয়া তথ্য অনুযায়ি আজ সর্বচ্চ শনাক্তের রেকর্ড হয়ে দারিয়েছে । দিন দিন শনাক্ত যেমন বাড়ছে তেমনি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ।

 

একুশে সংবাদ/স.টি/বর্না

চট্রগ্রাম প্রতিদিন বিভাগের আরো খবর