সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাবিতে পিডিএফ’র কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ‍‍`ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভলোপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ-জেইউ)‍‍` কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।

 

জানা যায়, পিডিএফ‍‍`র উপদেষ্টা ও বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান এবং পিডিএফ ইউথনেটের টিম লিডার মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের আনিকা তাবাসসুমকে সভাপতি এবং ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের সুরাইয়া আক্তার রাত্রীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। অথচ এ কমিটির বিষয়ে বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অবগত নয়।

 

কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে জাবি পিডিএফ‍‍`র সভাপতি আব্দুল গাফফার বলেন, ‍‍`নবগঠিত কমিটির ব্যাপারে আমাকে ইয়ুথ নেট থেকে কিছুই জানানো হয়নি। আমাদের অগোচরেই নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সক্রিয় প্রতিবন্ধী ব্যক্তি ও সেচ্ছাসেবককে পদবঞ্চিত করা হয়েছে।‍‍`

 

জাবি শাখা পিডিএফ‍‍`র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, ‍‍`নতুন কমিটি গঠনের বিষয়ে কিছুই জানি না। এ বিষয়টি আমাকে জানানো হয়নি। যারা নতুন কমিটি দিয়েছে তাদের উচিৎ উপদেষ্টাসহ বর্তমান কমিটিকে জানানো।‍‍`

 

আরেক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন বলেন, ‍‍`নতুন কমিটি গঠন হলে সবাই জানবে এটাই স্বাভাবিক। আমার সাথে যোগাযোগ করেই নতুন কমিটি হওয়ার কথা। তবে এ ব্যাপারে আমাকে বলেছিলো কিনা- তা বলতে পারছি না। কারণ আমি গবেষণা কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম।‍‍`

 

নতুন কমিটি গঠনের বিষয়ে পিডিএফ ইয়ুথ নেটের টিম লিডার মো. নাজমুস সাকিব বলেন, ‍‍`আমাদের কিছু নীতিমালা আছে। সেই নীতিমালা অনুযায়ী সর্বশেষ ভাইভা পরীক্ষার মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়েছে। আগের কমিটির সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছি।

একুশে সংবাদ.কম/আ.র.আ.প্রতি/বি.এস

ক্যাম্পাস বিভাগের আরো খবর