সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বশেমুরবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে কর্মচারিদের আন্দোলন

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৬ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

আপগ্রেডেশন নীতিমালার দ্রুত বাস্তবায়নে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারীরা।

বুধবার সকাল ১০ টা থেকে প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে তালা ঝুলিয়ে তারা ঐ আন্দোলন শুরু করেন।এসময়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শতাধিক কর্মচারীরা উপস্থিত হয়ে তাদের দ্রুত আপগ্রেডেশনের দাবি জানান।

এ বিষয়ে কর্মচারী সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলাম জানান, আপগ্রেডেশনের নীতিমালা অনুযায়ী আমাদের অনেকের পদন্নোতি  না হওয়ায় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। করোনার কারণে দুবছর ধরে আমাদের আপগ্রেডেশন বন্ধ আছে। আমরা দ্রুত  বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বাস্তবায়ন চাই।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, তাদের আপগ্রেডেশন অনেক আগেই হয়ে আছে। আমাদের আপগ্রেডেশন কমিটির মিটিংয়ের মাধ্যমে দ্রুত এর বাস্তবায়ন করা হবে।


একুশে সংবাদ/মোস্তাফিজুর রহমান মিম/এইচ আই

ক্যাম্পাস বিভাগের আরো খবর