সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভালবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকদের ঢল

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

বসন্ত -ভালবাসা দিবস উদযাপন করতে পর্যটন কেন্দ্র সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটায় ভিড় করেছে হাজারা হাজার পর্যটক। হোটেল, মোটেল, কটেজগুলোতে নেই কোনো ফাঁকা কক্ষ।এসব পর্যটকদের আনন্দ-উম্মাদনায় গোটা সৈকতজুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। তীব্র শীত উপেক্ষা করেও সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠছেন তারা।

সমুদ্রের ঢেউয়ের ভেলায় সাতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেফলি, ছবি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা। 

কুয়াকাটা সমুদ্র সৈকতে আগের থেকে কয়েকগুণ বেশি পর্যটক লক্ষ্য করা গেছে। করোনা মহামারি ও প্রশাসনের কড়াকড়ির মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন পর্যটকরা।
এসব পর্যটকদর নিরাপদ ভ্রমণে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র এএসপি সোহরাব হোসেন জানান, পর্যটকদের নির্বিঘ্নে চলাচলসহ অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।


একুশে সংবাদ/ এ /এস


 

পর্যটন বিভাগের আরো খবর