সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লিটনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২০ মার্চ, ২০২৩

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে টাইগাররা। যেখানে বড় ভূমিকা রেখে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে এক উইকেটে ১১৪ রান। লিটন দাস ৫৬ ও শান্ত ৩২ রানে ব্যাট করছেন।

 

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নামেন লিটন দাস।

 

ম্যাচের শুরুতে টাইগারদের চেপে ধরে আইরিশ পেসাররা। প্রথম সাত ওভারে মাত্র ১৮ রান যোগ করেন তামিম ও লিটন দাস। তবে অষ্টম ওভারে গ্রাহাম হিউমের উপর চড়াও হন লিটন। একটি করে চার ও ছয়ের মারে সেই ওভারে আসে ১২ রান।

 

প্রথম পাওয়ার প্লে মোটামুটি নির্বিঘ্নেই কাটিয়ে দিচ্ছিলেন দুই টাইগার ওপেনার। তবে শেষ বলে বাধে বিপত্তি। রান আউট হয়ে সাজঘরে ফেরেন ২৩ রান করা তামিম। তার বিদায়ের পর খোলস ছেড়ে বের হন লিটন, শুরু করেন পাল্টা আক্রমণ।

 

সেই ধারাবাহিকতায় ৫৪ বলে ম্যাথু হামফ্রেসকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন লিটন। একইসঙ্গে স্পর্শ করেন ওয়ানডেতে ২০০০ রানের মাইলফলক। অন্যপ্রান্তে নাজমুল হোসেন শান্তও আছেন ফিফটির পথে।

একুশে সংবাদ/সম 

খেলাধুলা বিভাগের আরো খবর