সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রান হারালেন কলেজছাত্র

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪০ এএম, ৫ মে, ২০২৪

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু ইমাম হাসান (১৯)।

 

শনিবার (৪ মে) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৬টার দিকে সাফিনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সাফিনের মামা পাভেল আহমেদ জানান, শাফিন ও ইমামের বাসা গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলি বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন সাফিন। বাবার নাম আব্দুর রশিদ।

তিনি আরও জানান, নিজের মোটরসাইকেল নিয়ে সাফিন রাতে তার বন্ধু ইমামকে সঙ্গে নিয়ে পূর্বাচল ৩০০ ফুটের রাস্তায় ঘুরতে এসেছিলেন। মধ্যরাতে ঘোরাঘুরি শেষ করে আবার বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ঠিক তখন বৃষ্টি হচ্ছিল। বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাফিন।

পাভেল আহমেদ জানান, তখন দুজনে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। দেখতে পেয়ে স্থানীয়রা তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাদের সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। আর আহত ইমাম চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করছে।

তিনি আরও জানান, সাফিনের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি নিয়ে যাওয়ার অনুরোধ করছেন।
 

একুশে সংবাদ/এনএস

রাজধানী বিভাগের আরো খবর